সর্বশেষ ডেভেলপার I/O কনফারেন্সে অ্যান্ড্রয়েড ৫.০ এর ঘোষণা দেয় টেক
জায়ান্ট গুগল। সম্প্রতি গেছে, অ্যান্ড্রয়েডের এই সর্বশেষ সংস্করণের নাম হবে
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। চলতি বছরেই অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ
আনুষ্ঠানিকভাবে বাজারে আসার কথা। ইতোমধ্যেই স্যামসাং, সনি, এইচটিসি সহ বেশ
কিছু স্মার্টফোন নির্মাতা জানিয়েছে তাদের কোন কোন ডিভাইস পাচ্ছে
অ্যান্ড্রয়েড ললিপপ আপডেট। সেই তালিকায় এবার যুক্ত হলো আরেক স্মার্টফোন
নির্মাতা আসুসের নাম। জানা গেছে আসুসের জেনফোন সিরিজের সকল ফোনই
অ্যান্ড্রয়েডের এই সর্বশেষ সংস্করণের আপডেট পাবে।
জেনফোন ৪, জেনফোন ৫, জেনফোন ৬ ও প্যাডফোন এস – এই ৪টি মডেলের ডিভাইস অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ আপডেট পাবে ২০১৫ সালের এপ্রিলে। অন্যদিকে প্যাডফোন ইনফিনিটি
মডেলের ডিভাইসটি আগামী বছরের জুনে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ আপডেট পাওয়ার
কথা রয়েছে। এসবের বাইরে আসুসের আরও বেশকিছু ডিভাইস অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ
আপডেট পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এব্যাপারে এখনও পর্যন্ত আসুস
কর্তৃপক্ষ কোন ধরণের আনুষ্ঠানিক বিবৃতি জানায়নি।
একনজরে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ আপডেট পেতে যাওয়া আসুসের ডিভাইসসমূহঃ- জেনফোন ৪
- জেনফোন ৫
- জেনফোন ৬
- প্যাডফোন এস
- প্যাডফোন ইনফিনিটি
রিডিজাইনড
ইউজার ইন্টারফেস, চমৎকার নোটিফিকেশন প্রভৃতি অনন্য সব অভিজ্ঞতাই হয়তো
পাবেন অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ আপডেটকারীরা। আপনি যদি একজন আসুস জেনফোন
ব্যবহারকারী হয়ে থাকেন, তো শুরু হোক আপনার অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ আপডেট
পাওয়ার প্রতীক্ষা ! সবাই ভালো থাকুন।
0 comments:
Post a Comment