তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) বিজনেস টু বিজনেস (বিটুবি) ওয়েবসাইট উন্নয়ন করতে যাচ্ছে। এ ওয়েবসাইটটির পৃষ্ঠপোষকতা করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত ২৩ মে উইটসার গ্লোবাল ট্রেড কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিএসের সাবেক সভাপতি ও গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান মো. সবুর খান। এসময় তিনি বলেন, ‘বিটুবি ওয়েবসাইটটির স্পন্সর হওয়ার কারণে বিশ্বে বিসিএসের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এতে করে তথ্যপ্রযুক্তি বিশ্বের আরও দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম হবে সমিতি।’
ট্রেড কমিটির ওই সভায় আরও সিদ্ধান্ত হয়, উইটসার সদস্য প্রতিষ্ঠানগুলো যেকোনো দেশে যেকোনো সদস্যের কার্যালয় ব্যবহার করতে পারবে।
0 comments:
Post a Comment