![]() |
আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার থেকেই কমান্ড পাঠান |
অ্যালার্ম সেট করা, রিমাইন্ডার সেট করা কিংবা নোট লিখা, এই কাজগুলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা হরহামেশাই করে থাকি। আর তাই এই কাজগুলো যেন কম্পিউটার থেকেই করা যায়, সে ব্যবস্থা চালু করেছে গুগল। অর্থাৎ অ্যালার্ম সেট করা কিংবা এই জাতীয় যে কাজগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেই কাজটি করে নেওয়া যাবে কম্পিউটারে গুগল সার্চ থেকেই।
গুগল সার্চ থেকে এখন
চাইলেই আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যালার্ম সেট করতে পারবেন,
নোট লিখতে পারবেন কিংবা কোন স্থানের জন্য ডিরেকশন নির্ধারণ করতে পারবেন।
এই কাজগুলো করতে
চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন:
১. এজন্য আপনার ফোনে
ইন্সটল করা থাকতে হবে গুগল অ্যাপের সর্বশেষ সংস্করণ।
২. এরপর আপনার ফোনে থাকা Google Now অ্যাপটি চালু করুন এবং উপরে বামদিকে থাকা
কন্টেক্সট মেন্যুতে ট্যাপ করুন।
৩. এখানে থাকা Settings মেন্যু থেকে Account & Privacy> Google Account
History থেকে Web & App Activity ফিচারটি চালু করে নিন।
৪. এবার আপনার ডেস্কটপ ব্রাউজার থেকে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
এবার আপনি আপনার
ফোনে কমান্ড পাঠাতে প্রস্তুত। বিভিন্ন কমান্ড পাঠাতে নিচের দেখানো পদ্ধতি অনুসরণ
করুন:
১. ‘Find my phone’- গুগল সার্চে এই কীওয়ার্ড লিখে সার্চ
দিলে সার্চ রেজাল্টে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সর্বশেষ অবস্থানের মাপ দেখতে
পাবেন। এছাড়া আপনার ফোনে টানা ৫ মিনিট রিং ব্যাক কিংবা লক করার কাজটিও করে নিতে
পারবেন এখান থেকে। তবে এই ফিচারটি ব্যবহারের জন্য আওনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু
থাকতে হবে।
![]() |
আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার থেকেই কমান্ড পাঠান |
0 comments:
Post a Comment