![]() |
উ-কমার্সকে কিনে নিল অটোমেটিক |
ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় ই-কমার্স এক্সটেনশন উ-কমার্সের মূল প্রতিষ্ঠান উ-থিমস কিনে নিয়েছে অটোমেটিক। গতকাল এ তথ্য জানিয়েছে ৫৫ জনের প্রতিষ্ঠান উ-থিমস।
তবে এ অধিগ্রহণে কত ব্যয় করতে হয়েছে, সে ব্যাপারে কোন তথ্য দেয়নি অটোমেটিক। তবে একটি সূত্র থেকে জানিয়েছে, নগদ অর্থ এবং স্টক, সব মিলিয়ে প্রায় ৩
কোটি ডলার পরিশোধ করেছে অটোমেটিক। গত বছর প্রতিষ্ঠানটি ১৬ কোটি ডলারের বিনিয়োগ
তহবিল সংগ্রহ করেছিল।
২০০৮ সালে যাত্রা শুরু করেছিল উ-থিমস। ই-কমার্স জগতে উ-কমার্সের বেশ শক্ত
অবস্থান রয়েছে। বর্তমানে অনলাইনে থাকা ই-কমার্স সাইটগুলোর প্রায় ২৪ শতাংশই
উ-কমার্স ব্যবহার করে তৈরি করা। অন্যদিকে ওয়ার্ডপ্রেস ছাড়াও অটোমেটিকের মালিকানায়
আছে গ্রাভাটার এবং জেটপ্যাক।
তথ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট রি-কোড জানিয়েছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য আগামী বছর থেকে উ-কমার্সের মাধ্যমে
সাবস্ক্রিপশন ভিত্তিক ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শুরু করতে পারে ওয়ার্ডপ্রেস।
বর্তমানে ওয়ার্ডপ্রেস ভিআইপি নামে একই ধরণের একটি সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
0 comments:
Post a Comment