![]() |
| 'স্টিভ জবস' মুভি ট্রেইলার (ভিডিও) |
টেক জায়ান্ট অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস কে নিয়ে ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে মার্কিন সিনেমা প্রযোজক প্রতিষ্ঠান মুভি তৈরির কাজ শুরু করা হয়। মুভির নাম 'স্টিভ জবস'। চলতি সপ্তাহে বের হল এই মুভির ট্রেইলার।
ট্রেইলারের প্রায় পুরোটাই স্টিভ জবসের চরিত্রে অভিনয় করা মাইকেল
ফ্যাসবেন্ডারের একটি দৃশ্য দিয়ে বানানো হয়েছে। এক মিনিটের এই ট্রেইলারে মাইকেল
ফ্যাসবেন্ডার, সেথ রোজেন, কেট উইন্সলেট এবং জেফ
ড্যানিয়েলস যথাক্রমে স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক, জোয়ানা হফম্যান ও জন
স্কালির চরিত্রে অভিনয় করেছেন। মুভিটির চিত্রনাট্য রচনা করেছেন অ্যারন সরকিন আর
পরিচালনা করেছেন ড্যানি বয়ল।
চলতি বছর ৯ অক্টোবর,
স্টিভ জবসের মৃত্যুবার্ষিকীর পরপরই মুভিটি মুক্তি পেতে যাচ্ছে।

0 comments:
Post a Comment