728x90 AdSpace

Latest News
Saturday, 9 May 2015

১২,৫০০ ডলার! জিতে নিলেন ফেসবুকের ত্রুটি সনাক্তকারী



ফেসবুকে সম্প্রতি এমন একটি ত্রুটি সনাক্ত হয়েছে যেটি ব্যবহার করে হ্যাকাররা যে-কারো ফেসবুক প্রোফাইলে আপলোডকৃত ফটো ডিলিট করে দিতে সক্ষম হতে পারত। ল্যাক্সম্যান মুথিয়া নামক একজন ব্লগার ফেসবুকের মারাত্নক এই ত্রুটি উন্মোচন করেছেন।

শুধুমাত্র ফেসবুকে থাকা ফটো’র আইডি নাম্বারের সাহায্যেই বিশেষ কোড ব্যবহার করে তিনি অন্য ফেসবুকারের ছবি মুছে ফেলতে সমর্থ হন। ছবির প্রকৃত আপলোডকারী ব্যক্তির অগোচরেই এসব ঘটে যেতে পারে।

ফেসবুকের গ্রাফ এপিআই সিস্টেমে ত্রুটি থাকায় এটি সম্ভব হয়েছে। বাগ’টি আবিষ্কার করার সাথে সাথে তিনি ফেসবুক কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

বাগ ধরিয়ে দিতে পারলে সনাক্তকারীকে পুরস্কার দিয়ে থাকে ফেসবুক। আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলনা। ভারতে বসবাসকারী ল্যাক্সম্যান মুথিয়া নামক ঐ ব্লগারকে ১২ হাজার ৫০০ ডলার পুরস্কার দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ১২,৫০০ ডলার! জিতে নিলেন ফেসবুকের ত্রুটি সনাক্তকারী Rating: 5 Reviewed By: আবু নাইম