সার্চ জায়ান্ট গুগল, 'ম্যাপ মেকার টুল' বন্ধ ঘোষণা করেছে। ব্যবহারকারীদের সাইবার রসিকতার কারনে এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল।
গুগল ম্যাপে ‘কমিউনিটি ল্যান্ডমার্ক’ ও সহায়ক টিপস যোগ করতে এই টুল ব্যবহার করতেন ব্যবহারকারীরা। সর্বশেষ ম্যাপে টুলটির মাধ্যমে পাকিস্তানের ব্যবহারকারীদের পোস্ট করা ভুয়া পার্কে ‘অ্যাপল লোগোর উপর অ্যান্ড্রয়েড রোবটের মূত্র বিসর্জনের’ ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে গুগল। ওই ঘটনার পর ম্যাপে ব্যবহারকারীরদের প্রতিটি সম্পাদনার পর্যালোচনা করে দেখা যায় টুলটির মাধ্যমে ব্যবহারকারীদের সম্পাদনার সংখ্যা এতই বেশি যে, সবগুলো পর্যবেক্ষণ করা সম্ভব নয়। আর তাই টুলটি বন্ধ করে দেয়া হয়েছে।
তথ্যসুত্রঃ টেক টাইমস
0 comments:
Post a Comment