মানুষ দুটিকে প্রথমে আপনার উন্মাদ বলে মনে হবে কিন্তু আপনি যখন তাদের রেকর্ড গড়ার মতো ভিডিওটি দেখবেন তখন আপনিও বলবেন যে, সত্যি তাদের দম আছে, তা না হলে এই অসাধ্যকে কিভাবে তারা বাস্তবে করে দেখাল।ঘটনাটি ঘটেছে দুইবাইয়ে। দুজন আকাশ প্রেমী মানুষ হেলকাপ্টারে করে উড়তে উড়তে দুবাইয়ের মরুভূমির কাছে পৌঁছে। তারপর পিঠের সাথে তাদের জেট প্যাক বেঁধে নিয়ে লাফ দেয় আর তারপর উড়তে শুরু করে।ঘটনাটি সত্যিই অনেক রোমাঞ্চকর, ভিডিওটি দেখার পর আপনার মনে হবে যেন আপনি নিজেই ওদের মতো কোর উরে বেড়াচ্ছেন।
তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেয়া যাক-
https://youtu.be/Czy0pXRRZcs
0 comments:
Post a Comment