728x90 AdSpace

Latest News
Monday, 18 May 2015

ভবিষ্যৎ প্রজন্মের গাড়ি কেমন হতে চলেছে আমাদের ? তার একটি অসাধারণ নমুনা !



বিজ্ঞানের হাত ধরে পৃথিবী আজ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের জীবন যাপন আরও সহজ করার জন্য প্রায় প্রতিদিন আসছে নতুন নতুন প্রজুক্তি। তারই ধারাবাহিকতায় আমরা কিছু দিন আগে দেখেছি “হোভার কার” কনসেপ্ট, যেটি খুব সহসা উন্নত দেশে চালু হবে বলে আশা করা হচ্ছে।

তেমনি একটি নতুন কনসেপ্ট নিয়ে কাজ করছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান “ভক্সওয়াগেন”

কিছুদিন আগে “ভক্সওয়াগেন” তাদের গ্রাহকদের কাছ থেকে আইডিয়া নিতে চেয়েছিল যে, ভবিষ্যৎ প্রজন্মর জন্য কেমন গাড়ি তৈরি করা যায়। সেখানে প্রায় লক্ষাধিক আইডিয়া জমা পরে। আর তার মদ্ধে থেকে সেরা একটি আইডিয়া নিয়ে কাজ করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে তারা ইউটিউবে একটি ভিডিও ছেড়েছে যেখানে দেখানো হয়েছে যে, ভবিষ্যতে কোন ধরনের গাড়ি বাজারে আসবে।

চাইনার একটি মেয়ে এই অসাধারণ কনসেপ্ট তৈরি করেছে। গাড়িটি এমন ভাবে তৈরি করা হবে যেন মাটির ওপর থেকে ওপরে ভাসতে পারে। সম্পূর্ণ অটোমেটিক প্রযুক্তিতে চলবে গাড়িটি। কন্ট্রোল করার জন্য থাকবে একটি থ্রটল। দুজন মানুষ কোনরকম বিড়ম্বনা ব্যতিত খুব আরাম করে তাদের যাত্রা করতে পারবে।

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ভবিষ্যৎ প্রজন্মের গাড়ি কেমন হতে চলেছে আমাদের ? তার একটি অসাধারণ নমুনা ! Rating: 5 Reviewed By: আবু নাইম