728x90 AdSpace

Latest News
Tuesday, 12 May 2015

চালকবিহীন গাড়িগুলোর দুর্ঘটনার জন্য গুগল দায়ী নয়

চালকবিহীন গাড়িগুলোর দুর্ঘটনার জন্য গুগল দায়ী নয়যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত আট মাসে চালকবিহীন গাড়িগুলো বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে।

ক্যালিফোর্নিয়ার আটচল্লিশটি চালকবিহীন গাড়ির মধ্যে চারটি গাড়ি দুর্ঘটনায় শিকার হয়। আর এর মধ্যে তিনটি গাড়ীর মালিক সার্চ জায়ান্ট গুগল। গুগল দাবী করেছে, এই দুর্ঘটনাগুলো মূলত পেছন থেকে আসা অন্যান্য গাড়ির ধাক্কার ফলে হয়েছে যার মূল দায় সেইসব গাড়ির চালকদের। তবে বিবিসি জানিয়েছে, দুটি দুর্ঘটনার সময় গাড়িগুলোতে চালক ছিলেন এবং সংঘর্ষের সময় চারটি গাড়িই ধীর গতিতে চলছিল।

উল্লেখ্য, চালকবিহীন গাড়িগুলো ২০১৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে রাস্তায় চলার অনুমতি পায়।

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: চালকবিহীন গাড়িগুলোর দুর্ঘটনার জন্য গুগল দায়ী নয় Rating: 5 Reviewed By: Unknown