এসএমই ফাউন্ডেশন, এটুআই ও বিডব্লিউআইটি এর সাথে যৌথ উদ্যোগে সারাদেশে আইসিটি নারী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও দক্ষ জনগোষ্ঠী তৈরীর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে নারী আইসিটি ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এটুআই ও বিডব্লিউআইটি একটি ত্রিদলীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সমঝোতা স্মারক এর মাধ্যম্যে পাইলট প্রোগ্রাম হিসেবে
সারাদেশে গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি এবং এ্যাকাউন্টিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যম্যে সারাদেশে আইসিটি নারী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও দক্ষ জনগোষ্ঠী তৈরীর করা কাজ হাতে নেয়া হয়েছে। এই পাইলট প্রোগ্রাম এর টার্গেট গ্রুপ হচ্ছে সারাদেশের পৌরসভা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের এসএসসি পাশ নারীরা। নারীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির মাধ্যমে সাপ্লাই চেইন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরী করাই এই কর্মসূচির উদ্যেশ্য।
এসএমই ফাউন্ডেশন তৃণমূল, স্থানীয় এবং জাতীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক বৈষম্য দূরকরা এবং দারিদ্র বিমোচনের মাধ্যম্যে দেশের সাধারণ জনগোষ্ঠীকে বিশেষকরে আমাদের নারীদেরকে অর্থনৈতিক উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার কাজ করছে। বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) আইসিটি সেক্টরে দেশের প্রথম সারির নারী পেশাজিবী, উদ্যোক্তা এবং প্রধান করপোরেটদের একটি ফোরাম।
এ উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এসএমই ফাউন্ডেশন কনফারেন্স রুমে (রয়েল টাওয়ার, পান্থপথ, কাওরানবাজার, ঢাকা) আয়োজিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, অতিরিক্ত সচিব (এটুআই পকল্প পরিচালক) কবির বিন আনোয়ার, বিডব্লিউআইটির সভাপতি মিসেস লুনা সামসুদ্দোহা এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. ইঞ্জিনিয়ার সৈয়দ ইহসানুল করিম উপস্থিত থাকবেন।
0 comments:
Post a Comment