728x90 AdSpace

Latest News
Sunday, 10 May 2015

ফেসবুক বিজ্ঞাপনে পছন্দের নকশা করার সুযোগ দেবে

ফেসবুক বিজ্ঞাপনে পছন্দের নকশা করার সুযোগ দেবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার মোবাইল বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন এক সুবিধা চালু করছে। এর ফলে তৃতীয় পক্ষের অ্যাপসের সাহায্যে তৈরি বিজ্ঞাপনে পছন্দসই নকশা করা যাবে। বিশেষ করে মোবাইল অ্যাড ফরম্যাটে কাজটি করতে পারবেন ডেভেলপাররা। গত বছর চালু হওয়া ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্কে ইতিমধ্যে এ সুবিধা উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এ সুবিধা চালুর ফলে ডেভেলপাররা নিজের পছন্দসই ফন্ট, বিজ্ঞাপনের আকার, বিজ্ঞাপনের জন্য পছন্দসই রং, বর্ডার ইত্যাদি নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন।

বর্তমানে মোবাইল কিংবা অন্যান্য যন্ত্রে যে পদ্ধতিতে বিজ্ঞাপন দেখা যাচ্ছে, সেখানে নতুন নকশা করা বিজ্ঞাপনও সহজে ব্যবহার করা যাবে। বিশেষ করে ফেসবুকের ব্যবহারকারীরা যাতে একই ধরনের একই নকশার বিজ্ঞাপন বারবার দেখে বিরক্ত না হন সে জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষ নেটিভ অ্যাপ টেম্পলেটও চালু করেছে ফেসবুক। নিত্যনতুন বিজ্ঞাপনের নতুন ধারণাগুলো ফেসবুকে একই ধরনের বিজ্ঞাপন পদ্ধতিকে বদলে দেবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ।
তাদের মতে, ব্যবহারকারীরা যাতে একই রকমের বিজ্ঞাপন দেখে বিরক্ত কিংবা হতাশ বোধ না করেন সে জন্য এ সুবিধা ফেসবুকের বাইরের ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধীরে ধীরে বাড়ছে ব্যবহারকারী। পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রে বেড়েছে বিজ্ঞাপনদাতাদের আগ্রহ এবং বাড়ছে আয়। স্মার্টফোনে বিজ্ঞাপন দেখার হার বাড়ায় মোবাইল ফোন উপযোগী সুবিধাটি তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য উন্মুক্ত করেছে ফেসবুক।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ফেসবুক বিজ্ঞাপনে পছন্দের নকশা করার সুযোগ দেবে Rating: 5 Reviewed By: Unknown