728x90 AdSpace

Latest News
Thursday, 14 May 2015

মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে ২৫ শতাংশ ছাড়

মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে ২৫ শতাংশ ছাড়মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা বাংলাদেশি প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা। প্রতিষ্ঠানের চার বছর পূর্তি উপলক্ষে এ বিশেষ অফার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন রেভারি ল্যাব মিমোসা’র ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা।
গত চার বছরে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে ৭৫ টির বেশি অ্যা
প্লিকেশন বানিয়েছে রেভারি। হাউ টু ওয়্যার এ শাড়ি, ম্যাচ মেকার, রক অ্যান্ড রোল, উন্মাদ, ফ্লপি বার্ড, পোসড এগগ, ক্যানভাস, এস্কেপবোর্ট, ক্রিকেট রেকর্ড-২০১১, হাউ মাচ ইউ নো বাংলাদেশ, ডেথ কিস, হলিউড ম্যানিয়াসহ অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো দেশ ও দেশের বাইরে সুনাম কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে আমাদের এ কার্যক্রম বলে জানান তিনি। গত ১০ মে থেকে শুরু হওয়া এ অফার চলবে আগামী জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত।
শুধু মোবাইল অ্যাাপ্লিকেশন ডেভেলপমেন্টই নয় প্রতিষ্ঠানটি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ স্টোর সার্ভিস, মোবাইল অ্যাপ মার্কেটিং, অ্যাপ স্টোর রিচার্স নিয়ে কাজ করছে। আগ্রহীরা নিজের অথবা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ও পছন্দের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে mimosalab@gmail.com ই-মেইলে যোগাযোগ করতে পারেন। প্রতিষ্ঠানটির তৈরিকৃত অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.reveriegroup.com ও www.facebook.com/ReverieLabMimosa ঠিকানায়।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে ২৫ শতাংশ ছাড় Rating: 5 Reviewed By: Unknown