728x90 AdSpace

Latest News
Monday, 11 May 2015

ফেসবুক প্রতিযোগিতা করবে ইউটিউবের সাথে



নতুন নতুন ভিডিও আবিষ্কারের ক্ষেত্রে ফেসবুক বেশ সুবিধাজনক একটি সাইট কেননা এখানে আপনি নতুন খবর পাচ্ছেন এছাড়াও এই নেটওয়ার্কের মাধ্যমে বন্ধুদের সাথে সংযুক্ত আছেন। দুর্ভাগ্যবসত এর ইন্টারফেস খারাপ হওয়ার কারনে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভিডিওর জন্য তাদের ফেসবুক পেজের চেয়ে ইউটিউব চ্যানেলের দিকেই গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে।গতানুগতিক এই সমস্যা এড়াতে ফেসবুক পরীক্ষামূলক ভাবে কিছু পেজকে বড় ফ্রেমে ভিডিও হাইলাইট করার সুবিধা দিচ্ছে। শুধু তাই নয় এখানে লাইভ কমেন্ট করার সুবিধাও থাকবে যাতে করে অন্যদের মতামত জানা যায়।নতুন এই ইন্টারফেসে ভিডিওগুলো লিস্ট ফরম্যাটে দেখা যাবে যেখানে আগে এ্যালবাম মুডে দেখানো হত। ভিডিওর ব্যপ্তিকাল এবং শিরোনামের পাশাপাশি এখন লাইক এবং ভিউয়ের পরিমাণও দেখা যাবে। এছাড়াও যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তার সাথে সম্পর্কযুক্ত অন্যান্য ভিডিও দেখা যাবে।যদিও এটা কল্পনা করা কঠিন যে ফেসবুক সম্পূর্ণরূপে ইউটিউবের স্থান দখল করবে কিন্তু ফেসবুকের নতুন এই পদক্ষেপের মাধ্যমে তাদের গ্রাহকদের কিছুটা হলেও গুগলের হাতে তুলে দেয়া থেকে রক্ষা করা যাবে।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ফেসবুক প্রতিযোগিতা করবে ইউটিউবের সাথে Rating: 5 Reviewed By: আবু নাইম