
ফাইল আদানপ্রদানে পেনড্রাইভের জুড়ি নেই। অনেক সময় এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপনীয় ফাইল শেয়ার করা হয়। কিন্তু পেনড্রাইভে লক করা নিয়ে পড়তে হয় ঝামেলায়। বিশেষ করে, পাসওয়ার্ড দেয়ার জন্য সফটওয়্যার নির্বাচন নিয়ে খেই হারানোর পরিস্থিতি তৈরি হয়। অথচ, পেনড্রাইভ লক করার কাজটা সফটওয়্যার ছাড়াও করা যায়!
সফটওয়্যার ছাড়া কিভাবে পেনড্রাইভে পাসওয়ার্ড দেয়া যায় তাই তুলে ধরা হলো এই টিউটোরিয়ালে-
প্রথমে পেনড্রাইভটিকে কম্পিউটারে প্রবেশ করাবেন ।তারপর
প্রথমে মাই কম্পিউটারে ঢুকে পেনড্রাইভের উপর কার্সর নিয়ে রাইট বাটনে ক্লিক করুন। এবার ক্লিক করুন Turn on BitLocker লেখা অংশে।
Pen drive lock process
Pen drive lock process pic2
তারপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন । এখন থেকে পেনড্রাইভে এ প্রবেশ করার জন্য অাপনার পাস ওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।
নিচের পেসক্রিপশন গুলো আপনার জন্য :
সহজে চেক করুন আপনার Pen Drive, Memory Card অথবা USB Hard Drive টি অরজিনাল বা ফেক কিনা
পেনড্রাইভের ভাইরাস সমস্যার সমাধান এবার বাংলাদেশের সফটওয়্যার USB Disk Protector
জেনে নিন পেনড্রাইভের গতি কমার কারন, সাথে বাড়ানো উপায়
ব্যক্তিগত পেনড্রাইভ ও মেমোরী কার্ড পাসওয়ার্ড দিয়ে রাখুন
shotti eta khub upokari.........
ReplyDelete