728x90 AdSpace

Latest News
Saturday, 9 May 2015

গুগল হেল্পআউট বন্ধ হয়ে যাচ্ছে



অনলাইনে বিশেষজ্ঞদের সাথে ভিডিও চ্যাটের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করার জন্য ২০১৩ সালে ‘হেল্পআউট’ সেবা চালু করেছিল গুগল। ব্যবহারকারীরা এর দ্বারা গুগল প্লাস হ্যাংআউটের সাথে যুক্ত হয়ে ফ্রেন্ড সার্কেলের ভেতরে ও বাইরে থেকে লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে তথ্য ও পরামর্শ সংগ্রহ করতে পারতেন।

হেল্পআউটে প্রোফাইল তৈরি করে ব্যবহারকারীরা বিনামূল্যে অথবা অর্থের বিনিময়ে অন্যকে সাহায্য করতে পারতেন। এখানে প্রতি মিনিট বা ঘন্টা হিসেবে সাহায্যপ্রার্থীর নিকট থেকে ফি আদায় করা সম্ভব। হেল্পআউট এক্সপার্ট ইউজাররা প্ল্যাটফর্মটি থেকে যা আয় করবে সেই অর্থের ২০ শতাংশ নিয়ে নেবে গুগল। বাকীটা যাবে সেবাদাতা বিশেষজ্ঞের পকেটে।

helpout shutdown

কিন্তু এতকিছুর পরেও জনপ্রিয় হতে পারেনি গুগল হেল্পআউট। আশানুরূপ পরিমাণ ব্যবহারকারী অর্জন করতে না পারায় সেবাটি বন্ধ করে দিচ্ছে ওয়েব জায়ান্ট। চলতি বছরের ২০ এপ্রিল বন্ধ হয়ে যাবে গুগল হেল্পআউট। এরপর পহেলা নভেম্বর ২০১৫ পর্যন্ত ব্যবহারকারীরা তাদের হেল্পআউট হিস্ট্রি ডাউনলোড করে নিতে পারবেন।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: গুগল হেল্পআউট বন্ধ হয়ে যাচ্ছে Rating: 5 Reviewed By: আবু নাইম