728x90 AdSpace

Latest News
Saturday, 9 May 2015

সিক্যুরিটি সিস্টেম সাপোর্ট করবে উইন্ডোজ ১০ শক্তিশালী বায়োমেট্রিক



সম্প্রতি এক সাইবার নিরাপত্তা বিষয়ক সম্মেলনে মাইক্রোসফট ঘোষণা করেছে যে, উইন্ডোজ ১০ আগামী প্রজন্মের বায়োমেট্রিক সিক্যুরিটি সিস্টেম ‘ফাস্ট আইডেন্টিফিকেশন অনলাইন, FIDO’ সাপোর্ট করবে। ফলে থার্ড-পার্টি টেকনোলজির মাধ্যমে কম্পিউটার ও মোবাইলের লগইন সিস্টেম আরও উন্নয়ন আনা সম্ভব হবে।

উইন্ডোজ ১০ এ থাকা এই FIDO সাপোর্ট ব্যবহার করে আপনি আরও দ্রুত ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইস্ক্যান লগইন উপভোগ করতে পারবেন। মাইক্রোসফট আউটলুক ইমেইল ও অন্যান্য ওয়েব সার্ভিসেও পাসওয়ার্ডমুক্ত বায়োমেট্রিক লগইন ব্যবস্থা থাকবে। আরও আশার কথা হচ্ছে, এক্ষেত্রে পছন্দমত বায়োমেট্রিক রিডার ডিভাইস ব্যবহার করা যাবে। প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতেই উইন্ডোজ ১০ এর এই বৈশিষ্ট্যগুলো ডেভলপ করা হয়েছে।

ফাস্ট আইডেন্টিফিকেশন অনলাইন বা ফিডো (FIDO) প্রযুক্তি মূলত একটি ওপেন স্ট্যান্ডার্ড হিসেবে ডিজাইন করা হয়েছে যা মাইক্রোসফট, গুগল ও পেপালের মত বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করছে। গুগল একাউন্টে লগইন করার জন্য ইতোমধ্যেই সীমিতভাবে এই প্রযুক্তি ব্যবহৃত হতে শুরু করেছে।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: সিক্যুরিটি সিস্টেম সাপোর্ট করবে উইন্ডোজ ১০ শক্তিশালী বায়োমেট্রিক Rating: 5 Reviewed By: আবু নাইম