728x90 AdSpace

Latest News
Monday, 18 May 2015

৩ হাজার কোটি টাকা আয় না হলে ক্ষতি নেই: সুনীল কান্তি বোস

৩ হাজার কোটি টাকা আয় না হলে ক্ষতি নেই: সুনীল কান্তি বোস
বাড়তি তরঙ্গ নিলাম হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই বাবদ তিন হাজার কোটি টাকা আয় না হলে সরকারের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস। রোববার বিটিআরসি কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিটিআরসি প্রধান। খবর বিডিনিউজের
অপারেটরদের দাবির মুখে বাড়তি টু জি ও থ্রি জি তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম বারবার পিছিয়ে দেওয়ায় নিলাম অনুষ্ঠান ও এই বাবদ আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভবনা নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আয়ের কতগুলো উৎস ধরে টার্গেট (লক্ষ্যমাত্রা) ধরা হয়, উৎস বন্ধ হয়ে গেলে টার্গেট অর্জিত হবে না- এটাই স্বাভাবিক। দেশের মূল আয়ের উৎস ও বাজেটের পরিমাণ বিবেচনা করে সুনীল কান্তি বলেন, এবছর যদি অকশন (নিলাম) হয় তাহলে ম্যাক্সিমাম (সর্বোচ্চ) আসবে তিন হাজার কোটি টাকা। তিন হাজার কোটি টাকা যদি এবছর আয় না হয় তাহলে সরকারের জন্য কোনো অসুবিধা বা কোনে ক্ষতি হবে না।
তরঙ্গ নিলামের পেছানোর বিষয়ে বিটিআরসি প্রধান বলেন, অপারেটররা প্রথম বলেছিল, তাদের কাছে এনবিআরের কাছে যে পাওনা রয়েছে তা পরিশোধ করতে হলে তারা তরঙ্গ নিলামের টাকা দিতে পারবে না। এরপর অপারেটররা নিলাম পিছিয়ে দিতে বললে পিছিয়েও দেওয়া হয়েছে, তারপরও এর সমাধান হল না। এখন সবার জন্য নিলাম উম্মুক্ত করতে গাইডলাইন সংশোধন করা হচ্ছে, নিলাম বাতিল হয়নি। গাইডলাইন সংশোধন হওয়ার পর নিলাম অনুষ্ঠিত হবে। যদি বিক্রি না হয় তাহলে অসুবিধা নাই। অপারেটররা তরঙ্গ না কিনলে গ্রাহক সংখ্যা বাড়াতে এবং সেবার মান উন্নয়নে নিজেরাই অসুবিধার সম্মুখীন হবে বলে মনে করেন তিনি।
পরপর ২ বার নিলামের সময় পিছিয়ে দেওয়ার পর তরঙ্গ নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালায় পরবর্তী নিলামের দিন জানানো হবে জানিয়ে গত ৬ মে একটি চিঠি অপারেটরদের কাছে পাঠায় বিটিআরসি। বিটিআরসির কাছে থাকা এক হাজার ৮০০ মেগাহার্টজের অব্যবহৃত ১০ দশমিক ৬ মেগাহার্টজ এবং থ্রি জির ১৫ মেগাহার্টজ তরঙ্গ মোবাইল অপারেটরদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি নীতিমালা করে বিটিআরসি। নিলাম অনুষ্ঠানের নীতিমালা অনুযায়ী, এক হাজার ৮০০ মেগাহার্টজের জন্য নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে তিন কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি টাকা (বর্তমান বাজার দরে)। দুই হাজার ১০০ মেগাহার্টজের ভিত্তিমূল্য দুই কোটি ২০ লাখ ডলার বা প্রায় ১৭০ কোটি টাকা ধরা হয়।

দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ায় মোবাইল অপারেটররা বলে আসছিল, তারা নিলামে অংশ নেবে না। নিলামে বিক্রি হওয়া তরঙ্গমূল্যের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার, সিমকার্ড প্রতিস্থাপন কর-সংক্রান্ত মামলার সমাধান, বিদ্যমান টেলিযোগাযোগ আইন সংশোধন, তরঙ্গ ব্যবহারে স্বাধীনতা নিশ্চিত করা ও কর কাঠামোর সংস্কারসহ বিভিন্ন বিষয় নিষ্পত্তির দাবি রয়েছে অপারেটরদের।

বিডিনিউজের সৌজন্যে।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ৩ হাজার কোটি টাকা আয় না হলে ক্ষতি নেই: সুনীল কান্তি বোস Rating: 5 Reviewed By: Unknown