728x90 AdSpace

Latest News
Monday, 18 May 2015

কেইমু এর আইওএস আপ

কেইমু এর আইওএস আপ
কেইমু এর আইওএস আপ 
ই-কমার্স প্রতিষ্ঠান কেইমু ডটকম আইফোন ব্যবহারকারীদের মোবাইলে কেনাকাটার সুবিধা দিতে অ্যাপ এনেছে । চলতি মাসে প্রথম দিন আইওএস অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশনটির অ্যাপলের অ্যাপস্টোরে উন্মুক্ত করা হয়েছে । তবে আজ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে অ্যাপটি।
অ্যাপ্লিকেশনটি দিয়ে আলাদা ব্রাউজারের ওয়েবসাইটে প্রবেশ না করেই কেনাকাটা করতে পারবে ব্যবহারকারীরা।
কেইমু ডটকমে ইলেকট্রনিক্স গ্যাজেট, পোশাক, ব্যাগ, হোম যন্ত্রপাতি, কম্পিউটার, স্মার্টফোন, গিফট আইটেমসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রি করা হয়। এখানে যে কেউ পণ্য বিক্রিও করতে পারে।

কেইমু ডটকমের কান্ট্রি ম্যানেজার হেনরিক চেইস জানান, আইওএস প্লাটফর্মে অ্যাপটি দিয়ে আইপ্যাড, আইপ্যাড ব্যবহারকারীরা সহজে কেইমু ডটকমের পণ্য বিক্রি বা কিনতে পারবেনে।
অ্যাপটির সাহায্যে ক্রেতারা তাদের পছন্দের পণ্য প্রিয় তালিকায় যুক্ত করাসহ সরাসরি পণ্য অর্ডার করতে পারবেন। এছাড়া কেইমুতে অ্যাকাউন্ট ওপেন করা এবং পণ্য বিক্রির জন্য যাবতীয় কর্যক্রম করা যাবে এই অ্যাপে। অ্যাপটির গতিময়তার কারণেে এটি ব্যবহারে সময় নষ্ট হবে না। সেইসাথে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য অ্যাপ্লিকেশনটিতে যথেষ্ট নিরপত্তার ব্যবস্থা আছে বলে জানায় কেইমু কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইতিপূর্বে কেইমু ডটকমের অ্যাপটি ব্লাকবেরি ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য ছিলো। এখন আইওএস প্লাটফর্মে সকল সুবিধা উপভোগ করা যাবে। ১৩ মেগাবাইটের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি গুগলের প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: কেইমু এর আইওএস আপ Rating: 5 Reviewed By: Unknown