![]() |
অ্যাপল মিউজিক আগামি মাসেই চালু হচ্ছে |
দীর্ঘ প্রতিক্ষা শেষে চালু হতে যাচ্ছে অ্যাপল মিউজিক। আগামি মাসে অনুষ্ঠেয় ডেভেলপার কনফারেন্স থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালুর ঘোষণা দিতে পারে অ্যাপল। জানা গেছে, মূলত বিটস মিউজিকের উপর ভিত্তি করেই এই সেবা চালু করা হতে পারে। আর এই স্ট্রিমিং সার্ভিসটি ব্যবহারের জন্য নতুনভাবে তৈরি করা আইওএস অ্যাপও উন্মুক্ত করা হতে পারে। এর পাশাপাশি থাকবে ম্যাক এবং অ্যান্ড্রয়েড সংস্করণও। এখানে কেবল আর্টিস্ট প্রোফাইল থাকবে যেখানে অন্যরা তাদের আইটিউন্স অ্যাকাউন্ট ব্যবহার করে লাইক দেওয়া কিংবা মন্তব্য করতে
পারবে। বিনামূল্যে ট্রায়াল অফার থাকলেও এরপর নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যবহার করা যাবে অ্যাপল মিউজিক।
দ্য ভার্জ অবলম্বনে
0 comments:
Post a Comment