![]() |
জলছাপে নকল উইন্ডোজ ১০ চেনা যাবে |
জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ব্যবহার করে থাকেন পাইরেটেড ভার্সন। আর তাই এবার উইন্ডোজ ১০ নিয়ে নতুন পরিকল্পনা করছে মাইক্রোসফট। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টেরি মেয়ারসন এক ব্লগ পোস্টে জানিয়েছেন, উইন্ডোজ ১০-এর পাইরেটেড কপি যারা ব্যবহার করবেন, তাদের ডেস্কটপে থাকবে একটি জলছাপ যেখানে পাইরেটেড কপির কথা উল্লেখ থাকবে। "নকল উইন্ডোজের ক্ষেত্রে ম্যালওয়্যার, ফ্রড কিংবা ব্যক্তিগত তথ্য ফাঁসের পাশাপাশি বাজে পারফর্মেন্স এবং বিভিন্ন ফিচার ঠিকভাবে কাজ না করার মত সমস্যা দেখা দিতে পারে।", ব্লগ পোস্টে বলেন মেয়ারসন। পাইরেসির বিরুদ্ধে এবার বেশ শক্ত অবস্থানে যাচ্ছে মাইক্রোসফট। উইন্ডোজের পুরনো সংস্করণ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড পাবেন, মাইক্রোসফটের এমন ঘোষণায় সবাই ধরে নিয়েছিল পাইরেটেড কপি ব্যবহারকারীরাও এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবে। মাইক্রোসফটের কথায়ও তেমন আভাস ছিল। তবে পরবর্তীতে মাইক্রোসফট জানায়, নকল উইন্ডোজ ব্যবহারকারীরা এই সুযোগ
পাবে না।
0 comments:
Post a Comment