728x90 AdSpace

Latest News
Sunday, 10 May 2015

৯ ডলারের কম্পিউটার এখন আসার অপেক্ষায়


৯ ডলারের কম্পিউটার এখন আসার অপেক্ষায় ৩৫ ডলারের রাস্পবেরি পাই-এর কথা মনে আছে? এতোদিন যাবত এটিই ছিল সবচেয়ে ছোট এবং সস্তা কম্পিউটার। তবে এবার এর থেকেও ছোট এবং কমদামি মাইক্রোকম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে নেক্সট থিং নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, 'চিপ' (C.H.I.P.) নামের ছোট এই কম্পিউটার বোর্ডের দাম পড়বে মাত্র ৯ ডলার। আর সাথে ইউএসবি মাউস, কীবোর্ড এবং ডিসপ্লে জুড়ে দিলেই এটি পুর্নাঙ্গ একটি কম্পিউটার হিসেবে কাজ করবে।

কম্পিউটারটিতে থাকছে ১ গিগাহার্জ অলউইনার প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট ইন্টারনাল ফ্ল্যাশ স্টোরেজ। সাধারণ কিছু সফটওয়্যার এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য মোটামুটি উপযোগী এটি। রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা যাবে লিনাক্সের যেকোনো ডিস্ট্রো। তবে ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ডেবিয়ান।

বর্তমানে ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারে তহবিল সংগ্রহ করছে নেক্সট থিং। প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা সম্পন্ন হলেই বাণিজ্যিক উৎপাদন শুরু হবে কম্পিউটারটির। চলতি বছরের ডিসেম্বরে এটি বাজারে আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ৯ ডলারের কম্পিউটার এখন আসার অপেক্ষায় Rating: 5 Reviewed By: Unknown