
ইন্টারনেট ডট ওআরজি হলো ডাটা খরচ ছাড়াই নির্দিষ্ট কিছু কনটেন্ট ব্যবহারের নতুন একটি ধারণা। যেখানে জিরো ফেইসবুক আর জিরো উইকিপিডিয়ার সাথে কনটেন্ট সেবাদাতাকে যুক্ত করে ইন্টারনেট সেবা দেয়া হয়।
যেসকল ওয়েবসাইট রয়েছে এই তালিকায়:
ফেসবুক
ফেসবুক মেসেঞ্জার
উইকিপিডিয়া
প্রথম আলো
শিক্ষক ডট কম
আকু ওয়েদার
আস্ক ডট কম
বিডি নিউজ ২৪
বিডি জবস
বিক্রয় ডট কম
বিং
ইএসপিএন ক্রিক ইনফো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট
আইসিটি ডিভিশন
মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট
কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট
আমার দেশ
বেবি সেন্টার অ্যান্ড মামা
ক্রিটিকা লিংক
ফ্যাক্টস ফর লাইফ
গার্ল ইফেক্ট
হেলথ প্রায়োর
মায়া
মাইনেট
সোশ্যাল ব্লাড
সন্ধান
ওয়াটপ্যাড
ইয়োর মানি।
পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে। ওআরজি অ্যাপ ও কম্পিউটারে কোন ডাটা খরচ ছাড়াই বিনামূল্যে এসব ওয়েবসাইট ও কনটেন্টের বিস্তারিত পাওয়া যাবে।
বাংলাদেশে ফেইসবুকের এই প্রকল্পটিতে ইতিমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি।
ডাউনলোড করুন Internet.org.
আজ রবিবার ১০ মে
বাংলাদেশে চালু হল ইন্টারনেট ডট অর্গ
তবে প্রথমে রবি সিমের মাধ্যমে সেবা টি চালু হল
তাদের অফিশিয়াল এন্ড্রয়েড সফটওয়্যার টি প্লে ষ্টোরে পাওয়া যাচ্ছে।
প্লে ষ্টোরে বাংলাদেশের নাম ও এড করা হয়ে গেছে।
এই ফ্রি ইন্টারনেটের জন্যে হয়তো রবির গ্রাহক আরো বাড়বে।
অন্যান্ন অপারেটর হয়তো যুক্ত হতে পারে।
যাই হোক ফ্রি ইন্টারনেট ডট অর্গ বাংলাদেশে আসায় আমরা খুশি।
0 comments:
Post a Comment