
প্রাথমিকভাবে 'টার্মিনেটর জেনিসিস: রেভ্যোলিউশন' গেমের মাধ্যমে এই ফিচারটি চালু করা হয়েছে। গেমটি এখনও প্লে স্টোরে উন্মুক্ত হয়নি। তবে গেমটি নিয়ে যাদের আগ্রহ আছে, তারা চাইলে এই গেমের পেজে গিয়ে গেমটির জন্য অগ্রিম নিবন্ধন করে রাখতে পারবেন। ফলে গেমটি প্লে স্টোরে আসা মাত্রই তার কাছে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
0 comments:
Post a Comment