.jpg)
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সভায় অনুমোদন দেওয়া ১০টি প্রকল্পের মোট ব্যয় ২ হাজার ৩শ’ ৬৫ কোটি ৩৪ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে জিওবি ১ হাজার ৫শ’ ৩১ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৬শ’ ৮১ কোটি ৩৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১শ’ ৫২ কোটি ৬৪ লাখ টাকা।
১০টি প্রকল্পের মধ্যে সব থেকে বেশি ব্যয় ধরা হয়েছে ‘দ্বিতীয় সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্পে’। এর মোট ব্যয় ৬শ’ ৬০ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে জিওবি ১৬৬ কোটি, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪২ কোটি ৬৪ লাখ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করবে ৩শ’ ৫২ কোটি টাকা।
এ প্রকল্পের এসএমডব্লিউ-৫ সিস্টেম স্থাপন লোকেশন হচ্ছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর এবং ভূ-মধ্যসাগর। তবে গ্রাউন্ড লোকেশন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা। প্রকল্পটি চালু হলে থ্রিজি মোবাইল সার্ভিসে চালু হওয়া ব্যান্ডউইথ চাহিদা পূরণে আরও স্বক্ষম হবে বলে জানানো হয়।
0 comments:
Post a Comment