কিছুদিন আগে আমরা দেখেছি জাপান গতিতে নতুন রেকর্ড করেছে। তাদের তৈরি ট্রেন ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বেগে ছুটে নতুন রেকর্ড গড়েছে। তারই ধারাবাহিকতায় জাপান আবার সবার নজরে আসলো নতুন এক প্রযুক্তি নিয়ে।
জাপানি গবেষকেরা এবার একটি রোবট তৈরি করেছে যেটি মানুষের বদলে কাজ করবে। যেমনটি শিরোনামে শুনেছেন জাপান তাদের এক ডিপার্টমেন্টাল ষ্টোরে একজন মহিলা রোবট নিয়োগ করেছে রিসেপশনিস্ট হিসেবে।
রোবট’টি এতোটাই উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি যা দেখতে একেবারে মানুষের মতন। আবার তার অভ্যাস ও অবিকল মানুষের মতন। যেমন আপনার সাথে সে কথা বলবে, প্রয়োজন হিসেবে সাহায্য করবে। রোবট’টি জাপানি ও কোরিয়ান ভাষায় কথা বলতে পারে। এমনি আপনাকে গান গাইয়ে সোনাতে শোনাতে পারবে।
এক কথায় অবিশ্বাস্য, দেখুন ভিডিওটি যেখানে দেখা গেছে কিভাবে এটি মানুষকে সেবা দিচ্ছে আবার গান গাইয়ে শোনাচ্ছে-
0 comments:
Post a Comment