728x90 AdSpace

Latest News
Monday, 18 May 2015

২৮ মে চট্টগ্রামে ই-জগৎ ডটকম ই-বাণিজ্য মেলা

২৮ মে চট্টগ্রামে ই-জগৎ ডটকম ই-বাণিজ্য মেলা
দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক মাসিক পত্রিকা কমপিউটার জগৎ এর আয়োজনে 'ই-জগৎ ডটকম চট্টগ্রাম ই-বাণিজ্য মেলা ২০১৫' আয়োজনে রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিকাল ৪টায় এক মেলা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খাঁন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট রাজিব আহমেদ, ই-বাণিজ্য মেলার মেলা-সমন্বয়ক মোহাম্মদ এহতেশাম উদ্দিন মাসুম, মেলার গোল্ড স্পন্সর ওয়ালেট মিক্স এর মো. হুমায়ুন করিবসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তি এবং বিশিষ্ট ব্যবসায়িবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পরিচয় পর্বের পর মেজবাহ উদ্দিন সবাইকে অভিনন্দন জানিয়ে সভা শুরু করেন। তিনি সভায় ঘোষনা দেন আগামী ২৮, ২৯ এবং ৩০ মে ২০১৫ তারিখে চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে ‌'ই-জগৎ ডট কম চট্টগ্রাম ই-বাণিজ্য মেলা ২০১৫'সেই সাথে তিনি এই মেলার সার্বিক সহোযোগিতার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-কমার্স অত্যন্ত সহায়ক মাধ্যম। এই প্রদশর্নীর মাধ্যমে জনগণ সরাকারি এবং বেসরকারি বিভিন্ন ই-সার্ভিস সম্পর্কে সরাসরি জনতে পারবেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খাঁন ই-কমার্স এবং ই-সার্ভিস নিয়ে আলোচনা করেন। ই-ক্যাবের প্রেসিডেন্ট রাজিব আহমেদ জনান, ই-কমার্স উন্নয়ন এবং প্রসারের লক্ষ্যে এ প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন ইতোমধ্যে ই-ক্যাবের মেম্বার সংখ্যা ১৪৭টি এবং সবারই এই মেলায় আগ্রহ রয়েছে। এই মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠন অংশগ্রহন করে তাদের বিভিন্ন পণ্য/সেবাসমূহ সরাসরি ভোক্তাদের নিকট তুলে ধরতে পারবেন। মেলা সমন্বয়ক মোহাম্মদ এহতেশাম উদ্দিন মাসুম উপস্থিত সকলকে মেলায় অংশ নিতে আমন্ত্রণ জানান এবং সর্বপরি প্রশাসনের সহযোগিতায় মেলার সাফল্য কামনা করেন।
সভায় জানানো হয় মেলায় মোট ৫০টি স্টল থাকবে। এসব স্টলে বিভিন্ন ই-কমার্স সাইট, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, বন্দর অটোমাইজেশন, মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিশিষ্ট বক্তাগণ ই-কমার্স ইস্যু নিয়ে বক্তব্য দেবেন। এতে অংশগ্রহনকারীরা ই-কমার্স সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন। মেলা চলাকালীন সময়ে বিভিন্ন পণ্যের উপর মূল্যছাড়সহ অকর্ষণীয় উপহার থাকবে। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং মেলা প্রঙ্গনে থাকবে ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা।
উল্লেখ্য, ই-কমার্স সম্পর্কে সচেতনতা এবং ই-ব্যবসা প্রসারের লক্ষ্যে কমপিউটার জগৎ ইতোমধ্যে ঢাকা বিভাগীয় শহরসহ চট্টগ্রাম, সিলেট বরিশাল এবং দেশের বাইরে লন্ডনে ই-বাণিজ্য মেলা সফলভাবে আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় কমপিউটার জগৎ বন্দরনগরী চট্টগ্রামে ২য় বারেরমতো এই ই-বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। এ মেলা আয়োজনে সার্বিক সহোযোগিতায় থাকছে জেলা প্রশাসন, চট্টগ্রাম ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
এখন মেলার স্টল বুকিং চলছে। ই-ক্যাব মেম্বারদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। মেলায় স্টল বুকিংয়ের জন্য কমপিউটার জগৎ-এর অফিসে/ফোন/ইমেলে/ওয়েবে যোগাযোগ করতে হবে। মেলার বিভিন্ন আপডেট ফেসবুকে www.facebook.com/ECommercefair পাওয়া যাবে। এছাড়া মেলার অফিসিয়াল ওয়েবসাইট www.e-commercefair.com থেকেও জানা জাবে প্রয়োজনীয় তথ্য।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ২৮ মে চট্টগ্রামে ই-জগৎ ডটকম ই-বাণিজ্য মেলা Rating: 5 Reviewed By: Unknown