728x90 AdSpace

Latest News
Tuesday, 12 May 2015

ইলোন মাস্ক গৃহহীন: ল্যারি পেইজ

ইলোন মাস্ক গৃহহীন: ল্যারি পেইজ
বিভিন্ন ধরণের উদ্ভট প্রকল্প নিয়ে কাজ করার জন্য বেশ খ্যাতি আছে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্কের। তার সম্পদের পরিমাণও নেহায়েত কম নয়, ১ হাজার ৩০০ কোটি ডলার। কিন্তু এরপরও নাকি তিনি গৃহহীন, এমনটিই জানালেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেইজ। ইলোন মাস্ককে নিয়ে প্রকাশিতব্য এক বইয়ে মাস্ক সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মাস্কের রয়েছে বিলাসবহুল বাড়ি। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানের তীর্থক্ষেত্র সিলিকন ভ্যালিতে তার স্থায়ীভাবে থাকার কোন জায়গা নেই। অথচ তার প্রতিষ্ঠান টেসলার অবস্থান এখানেই।
"সে এক প্রকার গৃহহীনই। আমার কাছে ব্যাপারটা হাস্যকর মনে হয়।", ইলোন মাস্ক সম্পর্কে বলেন ল্যারি পেইজ। "সে হুটহাট করে ইমেইল পাঠাবে আর বলবে 'আজ রাতে আমার থাকার কোন জায়গা নেই। আমি কি আজ রাতে থাকার জন্য আসবো?', কিন্তু আমি তাকে এখনও আমার বাসায় থাকতে দিইনি।"
ইলোন মাস্কের জীবন কাহিনী নিয়ে 'ইলোন মাস্ক: টেসলা, স্পেস এক্স অ্যান্ড দ্য কোয়েস্ট ফর অ্যা ফ্যান্টাস্টিক ফিউচার' নামের একটি বই লিখছেন অ্যাশলে ভেনিস। এই বইয়ের জন্যই উপরের কথাগুলো বলেছেন পেইজ।
বিজনেস ইনসাইডার অবলম্বনে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ইলোন মাস্ক গৃহহীন: ল্যারি পেইজ Rating: 5 Reviewed By: Unknown