728x90 AdSpace

Latest News
Tuesday, 12 May 2015

আমেরিকান অনলাইন কিনে নিচ্ছে ভেরিজন

আমেরিকান অনলাইন কিনে নিচ্ছে ভেরিজনযুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিজন ওয়্যারলেস দেশটির অপর প্রযুক্তি প্রতিষ্ঠান আমেরিকান অনলাইন (এওএল)-কে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিটি শেয়ার ৫০ ডলার করে সর্বমোট ৪৪০ কোটি ডলারের বিনিময়ে সম্পন্ন হবে এই অধিগ্রহণ প্রক্রিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে। টেকক্রাঞ্চ আমেরিকান অনলাইনের মালিকানাধীন প্রতিষ্ঠান। টেকক্রাঞ্চের পাশাপাশি আমেরিকান অনলাইনের মালিকানায় আরও রয়েছে এনগ্যাজেট এবং হাফিংটন পোস্টের মত নামকরা সংবাদমাধ্যমও।
বর্তমানে আমেরিকান অনলাইনের প্রধান নির্বাহী হিসেবে আছেন টিম আর্মস্ট্রং। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও তিনিই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে কাজ করবেন বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: আমেরিকান অনলাইন কিনে নিচ্ছে ভেরিজন Rating: 5 Reviewed By: Unknown