728x90 AdSpace

Latest News
Sunday, 10 May 2015

সর্বশেষ ওএস উইন্ডোজ ১০!

সর্বশেষ ওএস উইন্ডোজ ১০!চলতি বছর বাজারে আসবে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। আর এটিই হতে যাচ্ছে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম, এমনটিই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী জেরি নিক্সন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের ইগনাইট সম্মেলনে এই কথা জানান নিক্সন। তাহলে কি এখানেই থেমে যাবে উইন্ডোজের পথচলা? নিক্সন জানান, নতুন নতুন সংস্করণ আনার পরিবর্তে নতুন আপডেটের দিকেই এখন থেকে নজর দেবে মাইক্রোসফট। আর এরই অংশ হিসেবে উইন্ডোজ ১০-এর জন্য নিয়মিত আপডেট উন্মুক্ত করবে মাইক্রোসফট।
বাজার বিশ্লেষকদের মতে, নতুন নতুন সংস্করণ আনার ফলে গ্রাহকদের মধ্যে অনেক সময় নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া নতুন সংস্করণ তৈরিতে বিপুল পরিমাণ সময় এবং অর্থ নষ্ট করতে হয়। কিন্তু সে হিসেবে একটি নির্দিষ্ট সংস্করণের জন্য কাজ করার মাধ্যমে একদিকে যেমন গ্রাহক বাড়ানো সম্ভব, তেমনি এতে নতুন নতুন আপডেট যুক্ত করে বৈচিত্র্য আনারও সুযোগ রয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: সর্বশেষ ওএস উইন্ডোজ ১০! Rating: 5 Reviewed By: Unknown