728x90 AdSpace

Latest News
Sunday, 10 May 2015

নিজেই তৈরী করুন ফেসবুকের ইমোগুলো নিজের পছন্দের ছবি দিয়ে




বর্তমান সময়ে ফেইসবুকের বন্ধুদের প্রায়ই দেখা যাচ্ছে বড় বড় কিছু ইমোটিকনস ব্যবহার করতে। কিন্তু এসব ফেসবুকের নিজস্ব । কেমন হয় নিজে যদি এই গুলো বানাতে পারেন । ইন্টারনেট ঘাটার সময় হঠাৎকরে  কিভাবে এই বড় বড় ইমোটিকনস গুলো তৈরি করা যায় এ সংক্রান্ত  চমৎকার একটি ফেইসবুক এপ্লিকেশন পেয়েও গেলাম যা দিয়ে আপনি যেকোন ছবি দিয়ে বড় ইমোটিকন বানাতে পারবেন। আগে ভাবতাম যে, এই ধরণের বড় ইমোটিকনসগুলো বানানো নিশ্চয়ই খুব কঠিন হবে। কিন্তু বাস্তব দেখি তার ঠিক উল্টো!!
যা করতে হবে প্রথমে এখানে ক্লিক করে Big Emo Creatএপ্লিকেশনটিতে যান।
তারপর আপনার পছন্দের ছবিটি ব্রাউজ করুন। এখন আপনার ছবিটি আপলোড হবে তারপর আপনাকে শুধু ছবিটি আপলোড হওয়ার জন্য ৩০৬০ সেকেন্ডের মত সময় দিতে হবে।আপলোড হওয়া শেষ হলে আপনি একসাথে অনেক কোড দেখতে পাবেন। এবার সেই কোডগুলো কপি করে চ্যাট বক্সে পেস্ট করুন। তারপর ‘Enter’ চাপুন। রেজাল্ট আসবে নিচের ছবিটির মত।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: নিজেই তৈরী করুন ফেসবুকের ইমোগুলো নিজের পছন্দের ছবি দিয়ে Rating: 5 Reviewed By: আবু নাইম