728x90 AdSpace

Latest News
Sunday, 10 May 2015

জুতার কালার পাল্টান মোবাইল অ্যাপের মাধ্যমে -এবার আবিষ্কিৃত হল স্মার্ট হাই হিল সুজ !!!!




দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যোগদান করতে হয় কিন্তু সবসময় সব অনুষ্ঠানে  ঠিকমত মানানসই জামা কাপড় ও জুতা পড়ে যাওয়া সম্ভব হয় না । কিন্ত এমন টা হত যদি অমারা চাইলেই আমাদের জামাকাপড় কিংবা আমাদের  জুতার কালার পাল্টাতে  পারতাম । হ্যা এবার আমাদের সামনে  Lithuania-based iShüu Technologies  এমন একটি জুতা নিয়ে আসল যা আপনার অ্যান্ডয়েড অথবা আইওএস  অপারেটিং মোবাইলের  অ্যাপের মাধ্যমে  জুতার কালার পা্ল্টানো যাবে ।  Wallen Mphepö নামক একজন বিজ্ঞানী এ জুতাটি তৈরী করেন । জুতাটি বানাতে তিনি লেদার , রাবার ব্যবহার করেন । জুতাটির ভিতরের দিকে লুকা্য়িত অবস্থায় circuitboard, Bluetooth and battery components লাগানো হয়েছে ।জুতাটির উপরিভাগে জুড়ে দেও্য়া হয়েছে বিশেষ এক ধরনের ডিসেপ্লে । ইলেকট্রিক সার্কিটটি এমন ভাবে জুড়ে দেওয়া হয়েছে যাতে সেটি ফোনের অ্যাপের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। এর হিলের উচ্চতা  3.5 inches and 4.5 inches হতে পারে । এটি ইএসবি  (USB wireless charger) চার্জার এর মাধ্যমে চার্জ করা যায়। এটি সম্পূর্ন ভাবে চার্জ হতে দুই ঘন্টা সময় নেয়। জুতাটি $249. দামে পাওয়া যাবে ।তবে জুতাটি এখনও আমাদের দেশে বিক্রয় করার জন্য ঘোষনা দেওয়া হয় নি ।

 জুতাটি কিভাবে বানানো হয়েছে সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনYouTube Preview Image
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: জুতার কালার পাল্টান মোবাইল অ্যাপের মাধ্যমে -এবার আবিষ্কিৃত হল স্মার্ট হাই হিল সুজ !!!! Rating: 5 Reviewed By: আবু নাইম