728x90 AdSpace

Latest News
Sunday, 10 May 2015

চেক করুন আপনার Pen Drive, Memory Card অথবা USB Hard Drive ভাল কি না



আমরা মোবাইল ও কম্পিউটারে ডেটা ট্রান্সফার করার জন্য অথরা ডাটা ধরে রাখার জন্য পেনড্রাইভ ব্যবহার করি । কিন্তু কোন কোন সময় এ পেনড্রাইভই বিপদের কারণ হয়ে দাড়ায় । তবে যাই হোক  ডেটা ট্রান্সফারের জন্য সিস্টেমের ইউএসবি পোর্টে পেনড্রাইভ ব্যবহার সহজ। আপাত দৃষ্টিতে তাই মনে হয়। আকারে সব পেনড্রাইভ ছোট শুধু পার্থক্য এর স্টোরেজ ক্ষমতায়।
আগে এবং বর্তমান সময়ে পেনড্রাইভ খুব সহজলভ্য এবং খুবই সস্তা। অনেক সময় দেখা যায় ৩২ জিবির পেনড্রাইভের মূল্য মাত্র ৭০০/৮০০ টাকা। এমন সস্তায় দেয়া পেনড্রাইভ আসলে কম্পিউটার ও মোবাইলের জন্য ক্ষতিকর  । এসব পেনড্রাইভ একটি একক চিপ ব্যবহার করে নির্মিত হয় যা একটি ফার্মওয়্যার চালিত সমন্বিত চিপ। এটি আপনার কম্পিউটারের সাথে চালাকি করে আপনাকে বেশী স্টোরেজ দেখায়। আসল সত্য তখন বুঝা যায় যখন কোন ডেটা কপি করতে চায় ব্যবহারকারী। যে স্টোরেজ দেয়া থাকে সেই পরিমান ডেটা কপি হয়না।

আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যা দিয়ে আপনি সহজেই চেক করতে পারবেন আপানর Pen Drive, Memory Card অথবা USB Hard Drive টি অরজিনাল বা ফেক কিনা । প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
এর পর H2testw.exe নামক সফটওয়্যারটি Install করুন। এবার ওপেন করুন। এবার Select Target এ গিয়ে আপনার  Pen Drive, Memory Card অথবা USB Hard Drive টি  দেখিয়ে দিন। আর নিচ থেকে  all available space এ ক্লিক করুন। এবার Write+Verify এ ক্লিক করুন। অপেক্ষা করুন শেষ হওয়া পর্যন্ত।
যদি কোন Error ছাড়াই স্ক্যান শেষ হয় তবে বুঝবেন আপানর  Pen Drive, Memory Card অথবা USB Hard Drive টি অরজিনাল।–সংগৃহীত
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: চেক করুন আপনার Pen Drive, Memory Card অথবা USB Hard Drive ভাল কি না Rating: 5 Reviewed By: আবু নাইম