আমরা অনেকেই আছি যারা মোটামুটি বই পড়তে ভালবাসি। আর এখন android ফোন এর কারনে আপনি যেকোনো বই ডাউনলোড করে পড়তে পারেন। অনেক অলস মানুষ আছে যারা পড়তে চায় কিন্তু পরিশ্রম করতে চায় না, তাদের জন্য এ টিপসটি অনেক বেশি উপকারী। আজ যে ট্রিক্স টা কথা বলছি আশা করি এতক্ষনে বোঝতে পারেছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে আপনি আপনার android ফোন দিয়ে pdf book ওপেন করে হেড ফোন দিয়ে পুরো বই শুনতে পারবেন এছাড়াও বইটি শোনার সময় আপনি ইচ্ছামতো সাউন্ড এর স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন।
এছাড়া কণ্ঠ পরিবর্তন করেও শুনতে পারবেন ।এই সিস্টেমে বই পড়ে শুনার সবচেয়ে আসল সুবিধা হল,যারা ইংলিশ স্পীকিং কোর্স করে তাদের কারন শুনার সময় আপনি স্পিড কমিয়ে কিভাবে শব্দগুলো উচ্চারন করে তা ভালভাবে বুঝতে পারবেন।
আশা করি সফটওয়্যার টা ডাউনলোড করে আপনি সহজেই পারবেন । তাই দেরি না করে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টা ডাউনলোড করে নিন। এই সফটওয়্যারটির দাম 4.99$ এটি গুগল প্লে স্টোর থেকে ইচ্ছা করলে টাকা দিয়ে ডাউনলোড করতে পারেন
আর যারা টাকা দিয়ে কিনতে চান না তারা চাইলে নিচের লিঙ্ক থেকে ফ্রী ডাউনলোড করে নিন :)
0 comments:
Post a Comment