728x90 AdSpace

Latest News
Sunday, 10 May 2015

একাই সম্পূর্ন স্পিড উপভোগ করুন যেকোন ওয়াইফাই জোনে সবাইকে ব্লক করে


শিরোনাম দেখে অনেকেই অনেক কিছু মনে করেতে পারেন ।  কিন্তু আমি যখন প্রথম দেখি তখন আমরও এমনই মনে হয়েছিল ।  আসলেই চরম একটি টিপস যা আজ আপনাদের সাথে শেয়ার করব ।
আপনি যদি কোন পাবলিক বা যেকোন ধরনের ওয়াইফাই এরিয়ার আওতাভুক্ত থাকেন তাহলে ওখানকার যাকে মন চায় তাকে ব্লক করে দিতে পারবেন ।তবে সেজন্য অাপনাকে ছোট একটি সফটওয়্যার ডাউনলোড করে আপনার অ্যা্ন্ড্রয়েড অথবা কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে । সফটওযার টির নাম নেটকাট ।  এই সফটওয়্যার টি দিয়ে আপনি ওয়াইফাই জোনের মালিক না হয়েও সবাইকে ব্লক করতে পারবেন এবং একাই মজা লুটতে পারবেন ।
এটা যে কোন পার্সোনাল বা ফ্রী ওয়াইফাই জোনে কাজ করবে ।
প্রথমে আপনি সফটওয়্যার টি ওপেন করুন এবং ডান পাশে Refresh Now তে ক্লিক করুন । তারপর আপনি যাকে Cut Off বা Block করতে চান তাকে সিলেক্ট করুন এবং  Cut Off এ ক্লিক করুন।
ব্যস আপনার কাজ শেষ এখন আপনি একাই মজা লুটুন এবং হয়ে যান একজন মিনি হ্যাকার। নেটকাট আপানি আপনার অ্যান্ডয়েড ফোনেও ব্যাবহার করতে পারবেন যদি আপনার ফোনটি রুট করা থাকে ।
ডাউনলোড করুন – নেটকাট উইন্ডোজ/ল্যাপটপ
সাইজ মাত্র ১.৬ এমবি ।
ডাউনলোড করুন – নেটকাট অ্যান্ডয়েড/মোবাইল
সাইজ মাত্র ১.৭ এমবি ।
ডাউনলোড করার নিয়ম –
 আশা করি ভাল লাগল  । কোন ধরনেনর সমস্যা বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: একাই সম্পূর্ন স্পিড উপভোগ করুন যেকোন ওয়াইফাই জোনে সবাইকে ব্লক করে Rating: 5 Reviewed By: আবু নাইম