![]() | |
হালকা ভার্সনের ফেসবুক ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ডিভাইস |
সোশ্যাল জায়ান্ট ফেসবুকের অফিসিয়াল
অ্যাপটি ডিভাইস স্টোরেজের প্রায় ৩০ মেগাবাইট
জায়গা দখল করে। ফলে ফেসবুক লোড হতে সময়
লাগে এবং কারো সাথে ম্যাসেজিংয়ের জন্য
আলাদা অ্যাপ নিতে হয়। আর আপনি যদি একটি বাজেট
অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকেন
অথবা আপনার সংযোগটি যদি টুজি হয় তাহলে ফেসবুক
লাইট আপনার একটি ভাল বিকল্প হতে পারে।
ফেসবুক তার এই অ্যাপ্লিকেশন সংস্করণবিশ্বব্যাপী সহজলভ্য করেনি। তাই
আপনাকে এটি ম্যানুয়ালি ইন্সটল করে নিতে হবে।
অ্যাপটি পেতে ভিজিট করতে হবে AndroidPolice's
APKMirror website এই লিঙ্কে এবং সরাসরি এখান
থেকে আপনার ডিভাইসে ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড সমাপ্ত হয়ে গেলে নোটিফিকেশনে ট্যাপ
করে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে।
0 comments:
Post a Comment