![]() |
| স্যামসাং এর ২৭ ইঞ্চি কার্ভড মনিটর বাজারে |
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে
স্যামসাং ব্রান্ডের এলএস২৭ডি৫৯০সিএস মডেলের ২৭ ইঞ্চি কার্ভড মনিটর। ৩০০০:১ মেগা
ডায়নামিক কনট্রাস্ট রেশি সম্পন্ন এই মনিটরে রয়েছে ১৭৮ ডিগ্রী ভিউ এঙ্গেল, ৪
মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং ৬০হার্জ ফ্রিকোয়েন্সি।
হাইডেফিনিশন এই মনিটরটির রেজ্যুলুশন ১৯২০*১০৮০
পিক্সেল এবং প্রোডাক্ট ডাইমেনশন ২৪.৫৪ ইঞ্চি*১৪.৪০ ইঞ্চি *২.৩৪ ইঞ্চি। ৩ বছরের
বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৮,০০০ টাকা।
বিস্তারিতঃ ০১৭৩০৩১৭৭৯২।

0 comments:
Post a Comment