728x90 AdSpace

Latest News
Monday, 18 May 2015

এসএসএল ওয়্যারলেস গ্রামীণফোনকে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দেবে

এসএসএল ওয়্যারলেস গ্রামীণফোনকে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দেবে
এসএসএল ওয়্যারলেস গ্রামীণফোনকে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দেবে  
সম্প্রতি গ্রামীনফোন লিমিটেড এবং এস এস এল ওয়্যারলেস এর মধ্যে একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে গ্রামীনফোন, বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ এর মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবা অনলাইনে বিক্রি করতে সক্ষম হবে।
চুক্তি অনুযায়ী, খুব শীঘ্রই ক্রেতারা যেকোন সময় ঘরে বসে তাদের ডেবিট/ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জিপির বিভিন্ন পণ্য এবং সেবা অনলাইনে কিনতে পারবেন।

মিঃ মোঃ আসিফ তৌহিদ, চীফ প্রোকিউওরমেন্ট অফিসার অব গ্রামীনফোন, এবং মিঃ সাইফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অব এস এস এল ওয়্যারলেস, বসুন্ধরা ঢাকাস্থ জিপি হাউজে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্র স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীনফোন লিমিটেড এর পক্ষ থেকে মিস. নাবিলা রহমান, হেড অব কাষ্টমার-এক্সপেরিয়েন্স; মিস. জাকিয়া জেরিন, হেড অব ডিজিটাল এন্ড সোস্যাল মিডিয়া; মিঃ মোস্তফা জামান, স্পেশালিষ্ট-ডিজিটাল এন্ড সোস্যাল মিডিয়া; মিঃ জাহাঙ্গীর আলম, লিড স্পেশালিষ্ট-সোর্সিং; মিঃ মোঃ মহসুনুদ ফাত্তাহ, লিড ম্যানেজার-ফিন্যান্স এবং এস এস এল ওয়্যারলেস এর পক্ষ থেকে মিঃ আশীষ চক্রবর্তী-জেনারেল ম্যানেজার; মিঃ শাহজাদা রেদওয়ান-হেড অব ইঞ্জিনিয়ারিং; মিঃ মাহবুব উর রশীদ খান-ম্যানেজার ই বিজনেস; উপস্থিত ছিলেন।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: এসএসএল ওয়্যারলেস গ্রামীণফোনকে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দেবে Rating: 5 Reviewed By: Unknown