![]() |
| সনির নতুন স্মার্টফোনে ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা |
জাপানের ইলেক্ট্রনিকস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান
সনি বিশেষায়িত ক্যামেরার নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে। জাপানের মোবাইল অপারেটর এনটিটি ডকোমো'র সাথে যৌথভাবে
এক্সপেরিয়া এ৪ মডেলের স্মার্টফোনটি বাজারে ছেড়েছে সনি।
স্মার্টফোনটিতে আছে ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা যা এই
স্মার্টফোনের অন্যতম আকর্ষণ। এছাড়া স্মার্টফোনটিতে আছে ৬ ইঞ্চি হাই ডেফিনেশন
ডিসপ্লে। সেলফি তোলার জন্য স্মার্টফোনটিতে আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
২.৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ এই
স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮০১ চিপসেট। এছাড়া থাকছে ২ গিগাবাইট
র্যাম এবং ১৬ গিগাবাইট ইন্টার্নাল মেমোরি, আছে ১২৮
গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাও। এছাড়া আছে ২,৬০০ মিলি আম্পিয়ার ব্যাটারি, ব্লুটুথ, জিপিএস, ফোরজি প্রভৃতি সুবিধা। স্মার্টফোনটি চলবে
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে।
প্রথমদিকে কেবল জাপানেই পাওয়া যাবে স্মার্টফোনটি।
ইতোমধ্যেই স্মার্টফোনটির জন্য অগ্রিম বুকিং নিতে শুরু করেছে সনি। তবে এর মূল্য
সম্পর্কে কিছু জানা যায়নি।

0 comments:
Post a Comment