পাবনায় অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় পদ্মা-মেঘনার পশ্চিম তীরের ৩৭ জেলার সাথে সারা দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিটিসিএল কর্তৃপক্ষ ঢিলেঢালাভাবে দিনভর নানা অবহেলার পর সন্ধ্যার দিকে অপটিক্যাল ফাইবার মেরামত করে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল করে। তবে ল্যান্ডফোন থেকে বিভিন্ন মোবাইল ফোনে কথোপকথনে নানা বিপত্তি অব্যাহত ছিল।
বিটিসিএল-এর ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ঘন ঘন কাটা পড়াসহ নানা ধরনের ত্রুটির কারণে বরিশাল ও খুলনা টেলিযোগাযোগ অঞ্চলসহ উত্তরবঙ্গের টেলিযোগাযোগ ব্যবস্থাও ঘন ঘন বিপর্যস্ত হয়ে পড়ছে। কিন্তু তা থেকে উত্তরণের তেমন কোন উদ্যোগ নেই রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানীটির।
বিটিসিএল-এর একাধিক দায়িত্বশীল সূত্রে বলছে, সোমবার সকালে পাবনার কাছে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কাটা পড়ে। এ কারণে বরিশাল ও খুলনা বিভাগ ছাড়াও রাজশাহী এবং রংপুর বিভাগের ৩৭টি জেলার কয়েক লাখ ল্যান্ড ফোনের সাথে সারা দেশের সব ধরনের টেলিযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সকাল ১১টার পরে বরিশাল অঞ্চলের ইন্টারনেট পরিসেবা চালু করা সম্ভব হলেও বিটিসিএল-এর ল্যান্ড ফোন থেকে এনডব্লিউডি এবং অন্য সব অপারেটরের সেল ফোনে সংযোগ বন্ধ ছিল সন্ধার পর পর্যন্ত।
0 comments:
Post a Comment