![]() |
স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ আয়রন ম্যান সংস্করণ আনবে |
সাড়া বিশ্বের মানুষের মাঝেই সুপার হিরোদের নিয়ে আছে
উন্মাদনা। আর এই উন্মাদনাকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটি
জানিয়েছে, শীঘ্রই বাজারে আসছে গ্যালাক্সি এস৬
এজ আয়রন ম্যান সংস্করণ।
গত শুক্রবার এক টুইটের মাধ্যমে এ কথা জানিয়েছে
স্যামসাং। তবে কবে নাগাদ স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে, সে
বিষয়ে কিছু জানানো হয়নি টুইটে।
তবে জানা গেছে, সীমিত আকারেই
এই স্মার্টফোনটি বাজারে ছাড়া হতে পারে। আর শীঘ্রই এই ব্যাপারে স্যামসাং
আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে।
তথ্যসূত্র: ম্যাশেবল
0 comments:
Post a Comment